অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আসন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ইতিমধ্যে নবান্নের তরফে পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলাকে সতর্ক করা হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় সমস্তরকম ব্যবস্থা রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি এই দু’দিন আবহাওয়া খারাপ হওয়ায় পরিস্থিতি কেমন থাকে, সেদিকেও নবান্ন কড়া নজর রাখছে।
ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই নবান্নের তরফ থেকে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় বৃষ্টির দাপটে যদি সাধারণ মানুষের জীবনধারণে কোনোরকম সমস্যা দেখা দেয়, তাহলে অবিলম্বে প্রশাসন যেন ব্যবস্থা নেয়।
আর এই দু’দিন সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া উপকূলের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির তাণ্ডবে যদি সাধারণ মানুষ নানা ভাবে সমস্যায় পড়েন তাহলে স্থানীয় আশ্রয়স্থলে আশ্রয় নিতে পারেন বলেও নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের নির্দেশ পাওয়ার পর প্রশাসনও কড়া হাতে পরিস্থিতি সামলাবে বলে জানা গেছে।