মিনাক্ষী দাসঃ রাজ্যে শীতের আমেজ এসে পড়েছে বললেই চলে। আর শীত মানেই মিঠে রোদ গায়ে মেখে ঘুরতে যাওয়া বা জমিয়ে চড়ুইভাতির আনন্দ উপভোগ করা। এককথায় ভ্রমণপ্রিয় বাঙালীর কাছে শীতকাল ঘুরতে যাওয়ার দারুণ সময়।
তবে অনেকেই চান কম খরচে ঘুরতে যাওয়ার ‘পারফেক্ট ডেস্টিনেশন’। আর তা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেই রয়েছে। যেখানে একদিকে পাহাড় ও অন্যদিকে জঙ্গল। এবার আসা যাক মূল গন্তব্যস্থল যা বাঁকুড়ায় অবস্থিত। লাল মাটির এই অঞ্চলে প্রাচীন মল্লভূমির রাজ্যের বিস্তীর্ণ এলাকা সবকিছুই দর্শনীয় জায়গা। এছাড়া এখানে মুকুটমণিপুর রয়েছে।
এখানকার শুশুনিয়া পাহাড়ের গা বেয়ে বয়ে চলা ঝরনার দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। আর এই পাহাড়ের দুর্গম স্থানে রাজা চন্দ্র বর্মনের প্রাচীন শিলালিপি সংরক্ষিত রাখা হয়েছে। তাই শহরের কোলাহল থেকে দূরে যানজট এড়িয়ে অল্প সময়ের মধ্যে একদম স্বল্প খরচে ঘুরে আসার জন্য অন্যতম সুন্দর ভ্রমণস্থল হিসেবে পরিচিত এই শুশুনিয়া পাহাড়।