নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল গভীর রাতেরবেলা ঝাড়খণ্ডের ধানবাদের কেন্দুয়া বাজার এলাকায় একটি মণিহারি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হলো একই পরিবারের ৩ জনের। মৃতদের মধ্যে দুই জন মহিলা ও এক জন শিশু রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে খবর, কিছুক্ষণের মধ্যে দোকানের উপরে একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু উদ্ধারকাজ করতে গিয়ে পরিবারের দুই জন মহিলা এবং এক জন শিশুর মৃতদেহ পাওয়া যায়।
ওই পরিবারের আরো কয়েক জন সদস্য অগ্নিদগ্ধ হওয়া তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়াও স্থানীয় বেশ কয়েক জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তবে এখনো অবধি অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও প্রাথমিক ভাবে শর্টসার্কিটের ফলে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। যদিও অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।