নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ কয়েক মুহূর্তেই আনন্দের সুর পরিণত হলো বিষাদের সুরে। তামিলনাড়ুর রানিপেত এলাকায় বাজি পোড়াতে গিয়ে গায়ে বাজি পড়ে মৃত্যু হলো ৪ বছর বয়সী শিশুকন্যার। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে খবর, দীপাবলি উৎসব উপলক্ষ্যে ওই শিশুকন্যা পরিবারের সাথে বাজি পোড়ানোর সময় অংশ নিয়েছিল। সকলেই বাজি পোড়াচ্ছিলেন। ওই সময় একটি বাজি তার গায়ে পড়তেই বুক ও হাত পুড়ে যায়। এরপর তড়িঘড়ি স্থানীয় সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে এই ঘটনার একটি মামলা রুজু করেছে।