নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার আন্দুল স্টেশনের কাছে শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেসের ট্রেনের তিন নম্বর কামরায় ধোঁয়ার সাথে আগুন দেখে যাত্রীরা ভয় পেয়ে ট্রেন থেকে নেমে পড়লেন। এই ঘটনায় যাত্রীদের কিছুটা বিপাকের মধ্যে পড়তে হয়।
মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই কিছুক্ষণের মধ্যে ট্রেনটি থেমে যায়। আর অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন। এরপর রেলের ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হলে রেলের ইঞ্জিনিয়াররা খবর পেয়ে ঘটনাস্থলে যান। আর ট্রেনটিতে যে যান্ত্রিক ত্রুটি হয়েছিল, তা দ্রুত মেরামত করে দেন। তারপরেই ট্রেনটি আবার চলতে শুরু করে। তবে খুব বেশীক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়নি।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী বলেন, ‘‘ট্রেনে আগুন লাগেনি। এটা ব্রেক বাইন্ডিংয়ের ঘটনা। যা খুবই সাধারণ। এর ফলে ট্রেনের ব্রেক চাকার সাথে আটকে গিয়ে চাকার সাথে ঘর্ষণে ধোঁয়া ও অগ্নিস্ফুলিঙ্গ তৈরী হয়। ব্রেক খুলে দেওয়ার সাথে সাথেই ট্রেন আবার নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে গিয়েছে। যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন।’’