নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ ফাঁস হলো আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দা। এনসিবির (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) তৎপরতায় মুম্বইয়ের একটি হোটেল থেকে উদ্ধার হলো দু’কেজি মাদক। যার বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। এই মাদক পাচার কাণ্ডে দুই জন বিদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে এক জন জাম্বিয়ার নাগরিক ও অন্যজন তানজানিয়ার নাগরিক।
এনসিবি সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এরপর জাম্বিয়ার নাগরিকের ব্যাগ থেকে কোকেন উদ্ধার হয়। আর তাকে জেরা করেই তানজানিয়ার মহিলার খোঁজ পেয়ে তাকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়।
এই চক্রে আর কারা জড়িত রয়েছে, তা ভালোভাবে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য যে, দিল্লি, মুম্বই, গোয়া ও বেঙ্গালুরুর মতো দেশের বিভিন্ন প্রান্তে এই পাচারচক্র জাল বিছিয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন।