নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদঃ গতকাল হায়দ্রাবাদের নামপল্লী এলাকার একটি বহুতলের নীচের তলায় আগুন লেগে মৃত্যু হলো ৯ জনের। আর আহত হয়েছেন আরো ৩ জন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়।
সূত্রের খবর, ওই বহুতলের নীচের তলায় গাড়ি মেরামত করা হচ্ছিল। কিন্তু রাসায়নিক পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এরপর দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল বাহিনী বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবী, “গাড়ি মেরামতের সময় নীচ থেকে স্ফুলিঙ্গ বার হওয়ার সময় আগুন লাগে।” তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন। আপাতত এখনো অবধি অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।