নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ দীপাবলি ও ছট উপলক্ষ্যে বহু পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছিলেন। আজ গুজরাতের সুরাত স্টেশনে এই ভিড়ের জেরে ব্যাপক ধাক্কাধাক্কি শুরু হয়। আর এই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১ জন যুবকের। আর আহত হয়েছেন বেশ কয়েক জন। মৃত বিহারের বাসিন্দা।
এদিন সুরাত স্টেশনে ছপড়াগামী তাপ্তি গঙ্গা এক্সপ্রেস ঢুকতেই ঠেলাঠেলি শুরু হয়ে যায়। আসন দখলের জন্য রীতিমতো মারপিট চালানো হয়। এর জেরে বেশ কয়েক জন স্টেশনে পড়ে যান। আর বাকি যাত্রীরা তাদের মাড়িয়ে ট্রেন ধরার জন্য ছুটতে থাকেন। এর ফলে বেশ কয়েক জন অসুস্থ হয়ে যান। অনেকে আবার জানলা দিয়ে ট্রেনের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন।
এরপর আহতদের হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই ভাগলপুরের লোদিপুর থানার অন্তর্গত জামসি গ্রামের বীরেন্দ্র কুমার নামে এক জন যুবকের মৃত্যু হয়েছে। বীরেন্দ্র সুরাতে হিরের দোকানে কাজ করতেন। ভাইয়ের সাথে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এছাড়া পাঁচ জন যাত্রী চাপা পড়ে জ্ঞান হারিয়েছেন। আহতদের মধ্যে আরো এক জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
সুরাতের সাংসদ দর্শনা জারদোশ খবর পেয়ে আহতদের হাসপাতালে দেখতে গিয়েছেন। রেলের পশ্চিম রেলের মুখপাত্র সুমিত ঠাকুর জানান, “উৎসবের মরসুমে ছেচল্লিশ জোড়া বিশেষ ট্রেন চালানো হয়েছে। মুম্বই, গুজরাত, মধ্যপ্রদেশে প্রায় চার হাজার সফর করেছে। স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। তারপরেও এই কাণ্ড ঘটেছে কিভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে।”