নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল রাতেরবেলা হাওড়ার উলুবেড়িয়ার ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত দক্ষিণপাড়ায় ঘুমের মধ্যে আগুনে পুড়ে মৃত্যু হল এক দম্পতি ও তাদের ১০ মাসের সন্তানের। মৃত দম্পতি হলো মহিমা বেগম, ইয়াসিন মল্লিক এবং তিন বছর বয়সী ছেলে হুমায়রা খাতুন। আর মা নুরজাহান বেগম আগুনে পুড়ে গিয়েছেন।
জানা গেছে, ইয়াসিন সেলাই-ফোঁড়াইয়ের কাজ করতেন। এদিন কাজ থেকে এসে খাওয়া দাওয়ার পর ঘুমোতে যান। এরপর হঠাৎ গভীর রাতেরবেলা বাড়িতে দাউদাউ করে আগুন লেগে যায়। ফলে কিছু বুঝে ওঠার আগেই ঘুমন্ত অবস্থাতেই তিন জনের পুড়ে মৃত্যু হয়। আর এদিন আশঙ্কাজনক অবস্থায় ইয়াসিনের মা নুরজাহান বেগমকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয়।

- Sponsored -
উলুবেড়িয়া থানার পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হলে পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন এসে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উলুবেড়িয়া হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শর্টসার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু আগুন লাগার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।