অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বাঙালীর সেরা পুজো মানেই দুর্গা পুজো। বছরের শুরুতেই এই দুর্গা পুজোকে ঘিরে বাঙালী নানা পরিকল্পনা করতে শুরু করে। বাঙালীর কাছে পুজোর শেষ মানে পরের বছরের পুজো শুরু। তাই নতুন বছরের ক্যালেন্ডার হাতে এলেই দুর্গাপুজোর দিনক্ষণ দেখতে মনে চায়। আর শুরু হয় ঘুরতে যাওয়ার পরিকল্পনাও।
।
আর মহালয়া থেকেই কলকাতা সহ রাজ্যে পুজোর আবহে এসে যায়। চলতি বছর বোধনের আগে থেকেই বাঙালী মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করতে শুরু করে দিয়েছেন। তবে আগামী বছর ২ রা অক্টোবর অর্থাৎ গান্ধীজয়ন্তীতে মহালয়া। এরপর ৮ ই অক্টোবর মঙ্গলবার পঞ্চমী। ৯ ই অক্টোবর বুধবার ষষ্ঠী।
১০ ই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী ও ১১ ই অক্টোবর শুক্রবার অষ্টমী। ১২ ই অক্টোবর শনিবার নবমী এবং ১৩ ই অক্টোবর রবিবার দশমী পড়েছে। এছাড়া দুর্গাপুজো হয়ে গেলেই তো আর পুজো মিটে যায় না। বাকি থেকে যায় লক্ষ্মীপুজো। আগামী বছর ১ লা নভেম্বর শুক্রবার লক্ষ্মীপুজো।