অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বস্তির নাম পরিবর্তন করে দিয়ে জানান, ‘‘বস্তি বলে কিছু হয় না। তাই বস্তি কথাটা তুলে দেওয়াই উচিত। বস্তির নাম এখন থেকে হোক উত্তরণ’’।
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ তৃতীয়ার দিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এলাকার পুজো চেতলা অগ্রণীর পুজোর ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন। এছাড়া ফিরহাদ হাকিমও উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে জানান, ‘‘এই বস্তিটা চেতলার মধ্যে অন্যতম বড়ো লিড দেয়। এরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু জানেন না। তাছাড়া জানতে চান, এই এলাকার মানুষ কি নিজেদের থাকার জায়গার ঠিকা-স্বত্ব পেয়েছেন?” উত্তরে মেয়র বলেন, “সকলেই তা পেয়ে গিয়েছেন।”
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ঠিকা-স্বত্ব পেয়ে গেলে তো এগুলো নিজেদের জায়গা। আর এটাকে বস্তি বলবে না। এটা আমার মাটির কুটির, আমার ভালবাসার জায়গা, মায়ের আঁচল। বস্তি বলে কিছু হয় না। বস্তি কথাটা তুলে দাও। প্রয়াস বা এই জাতীয় কিছু নাম দাও। কিংবা উত্তরণ।’’
তারপর ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীকেই এই সিদ্ধান্ত নিতে বললে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘বস্তির বদলে উত্তরণ বলা হোক। বস্তি শব্দটি আর বলবে না। এগুলিকে উত্তরণ-১, উত্তরণ-২, উত্তরণ-৩ এভাবে নামকরণ করা হোক।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে মেয়রও জানিয়ে দেন, ‘‘পুরনিগমে এই শব্দটি ঠিক করে নেবেন।’’