অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) হাতে গ্রেফতার ওএমআর প্রস্তুতকারী সংস্থার এক কর্তা। ধৃতের নাম কৌশিক মাঝি। এর আগে সিবিআই কৌশিককে তলব করেছিল। এছাড়া বাড়ি-অফিস সহ মোট ছ’টি জায়গায় তল্লাশিও চালানো হয়েছিল।
সিবিআই সূত্রে খবর, তিনি এসএন বসু রায় অ্যান্ড কোম্পানী নিয়োগ প্রক্রিয়ার উত্তরপত্র মূল্যায়ন ও ওএমআর শিট প্রস্তুত করার দায়িত্বে ছিল। আর এই সংস্থার অন্যতম অংশীদার। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলাকালীন গতকাল দুপুরবেলা এই সংস্থারই কর্মী পার্থ সেনকে গ্রেফতার করা হয়েছে। পার্থই নিয়োগ দুর্নীতির মূল চক্রী বলে জানা গিয়েছে।
গতকাল আলিপুর আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবী করেছে, ‘‘২০০৭ সাল থেকে তিনি ওএমআর শিট তৈরীর ওই সংস্থায় চাকরী করছেন। আর ৭৫২ জন অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরী করে। এদের মধ্যে পার্থর মেয়ে-জামাই আছে। যারা দু’জনেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
এছাড়া তিনশো জনের বেশী প্রার্থী পরে চাকরীও পেয়েছিলেন। পরে অবশ্য ওই ডিজিটাল তালিকা মেল করে পর্ষদ অফিসে পাঠানো হয়।’’