ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ আজ উত্তর আফগানিস্তানের বাঘলান প্রদেশের রাজধানী পোল-ই-খোমরিতে একটি শিয়া সম্প্রদায়ের মসজিদে নামাজ চলাকালীন বিস্ফোরণে কেঁপে উঠলো। এই বিস্ফোরণের জেরে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তালিবান সরকার বিস্ফোরণের খবর স্বীকার করে নিয়েছে।