নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতিতে কর্মাধ্যক্ষ কে কে হবেন, তাই নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে শুরু হলো খণ্ডযুদ্ধ। কর্মাধ্যক্ষের পদের দাবীদার হিসেবে বিজেপির দুই গোষ্ঠীর নেতা-কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রাস্তায় অবরোধও হয়। আর এই গন্ডগোল সামলাতে গিয়ে তমলুক থানার পুলিশের অবস্থা একেবারে নাজেহাল। কিন্তু বিজেপি এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
স্থানীয় সূত্রে খবর, এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এই পঞ্চায়েত সমিতিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিনা বাধায় বোর্ড গঠন করে। সঙ্গীতা দাস মাইতি সভাপতির দায়িত্ব পান। তবে ওই ব্লকের কর্মাধ্যক্ষের দাবীদার হওয়া নিয়ে বিবাদের সূত্রপাত। এরই মাঝে সদ্য দায়িত্বপ্রাপ্ত বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের নেতৃত্বে কর্মাধ্যক্ষদের একটি তালিকা প্রকাশ করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু বিজেপির অপর গোষ্ঠীর দাবী, “জেলা কমিটি স্বজনপোষণ করছে। নতুন দায়িত্বে আসা জেলা কমিটি দলের কর্মীদের মতামতকে গুরুত্ব না দিয়েই নিজেদের ইচ্ছা মতো লোকেদের কর্মাধ্যক্ষ হিসাবে বেছে নিয়েছে।” এদিন স্থায়ী সমিতির তালিকা সহ জেলা সম্পাদক ও পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক অফিসে এলে বিক্ষুব্ধ গোষ্ঠীর সদস্যেরা ভিতরে যেতে বাধা দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
এর প্রতিবাদে সঙ্গীতা দাস মাইতি ব্লক অফিসের সামনেই কর্মীদের নিয়ে অবস্থান শুরু করেন। তমলুক থানার পুলিশ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। অন্য দিকে, তাপসী মণ্ডল দলীয় কার্যালয়ে গেলে বিক্ষোভের মুখে পড়েন। সম্প্রতি এই নিয়ে অশান্তির জেরে আরো একবার স্থায়ী সমিতি গঠন স্থগিত হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here