নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ আজ জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় পুলিশ ও সেনার যৌথবাহিনীর গুলির লড়াইয়ে নিহত হয়েছে ২ জন জঙ্গি।
সেনা সূত্রে খবর, গোপন সূত্রে জঙ্গিদের গতিবিধির কথা জানতে পেরে কুজ্জর এলাকায় চিরুনি তল্লাশি অভিযান শুরু করা হয়েছিল। ওই সময় জঙ্গিরা গুলি চালালে পাল্টা সেনাবাহিনীর গুলিতে দুই জন জঙ্গি নিহত হয়। কিন্তু তাদের পরিচয় জানা যায়নি। তবে পাক অধিকৃত কাশ্মীর থেকে নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, তুষারপাত শুরু হওয়ার আগে পাক অধিকৃত কাশ্মীরের প্রশিক্ষণ শিবির গুলি থেকে অনুপ্রবেশের উদ্দেশ্যে বেশ কিছু জঙ্গির জমায়েত ঘটেছে। এই জঙ্গিরা পাক সেনার গোলাবর্ষণকে ঢাল করে উপত্যকায় ঢুকে সন্ত্রাস ছড়াচ্ছে।