নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ নেপালে পর পর দু’বার ভূমিকম্প হওয়ার জেরে দিল্লি কেঁপে ওঠে। এদিন দুপুরবেলা ২টো ২৫ মিনিটে নেপালে প্রথম ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ৪.৬ ছিল। এরপর আবার ২টো ৫১ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ৬.২ ছিল।
দিল্লি, এনসিআরের পাশাপাশি উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও ভূকম্পন অনুভূত হয়েছে। এছাড়া উত্তরাখণ্ডের কিছু কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভূকম্পনের উৎসস্থল নেপালের ভাতেখোলা থেকে দু’কিলোমিটার দূরে। মাটির পাঁচ কিলোমিটার গভীরে।
একটানা ৪০ সেকেন্ড ধরে এই ভূকম্পন হয়েছে। এই ভূকম্পন অনুভূত হওয়ার পরেই দিল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর জেরে বহুতলের বাসিন্দারাও আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।