অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ পর্ণশ্রী থানা এলাকার পঞ্চান্নতলা লেনে পাঁচতলার ছাদে থাকা পঁচিশ ফুট লম্বা মোবাইল টাওয়ারে ঝালাইয়ের কাজ করতে গিয়ে নীচে পড়ে মৃত্যু হল ১ জন শ্রমিকের। মৃতের নাম সৌমেন নস্কর। বয়স ৪৮ বছর। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুর থানা এলাকার সুভাষগ্রামে।
এই দুর্ঘটনার পরে দ্রুত প্রত্যক্ষদর্শীরা সৌমেনকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এই বিষয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান। এই দুর্ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।
কিন্তু সৌমেন সুরক্ষা-বিধি মেনে কাজ করার পাশাপাশি মাথায় হেলমেট পড়ে থাকা সত্ত্বেও পড়ে গেলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। তবে সৌমেনের এক জন সহকর্মী জানান, “মৃত্যুর আগে সে বিদ্যুৎয়ের শক খেয়ে নীচে পড়ে যান।” যদিও ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ সর্ম্পকে জানা যাবে।