নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জ ব্লকের ভুটকির হাট গন্ডারমোড় এলাকায় পিছন থেকে ছুটে আসা একটি বেসরকারী বাসের ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়েছিলেন চালক। আর গুরুতর আহত হয়েছেন আরো এক জন আরোহীও।
জানা গিয়েছে, এক জন স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। আর এক জন পিছনের আসনে বসেছিলেন। কিন্তু আচমকা একটি বেসরকারী বাস স্কুটিতে পিছন থেকে ধাক্কা মারতেই চালক সহ আরোহী রাস্তায় ছিটকে পড়তে স্কুটিটি বাসের তলায় আটকে যায়। এরপর ওই অবস্থাতেই বাসটি স্কুটিটিকে নিয়েই কয়েকশো মিটার এগিয়ে যায়। তারপর স্থানীয়রা ধাওয়া করে বাসটিকে দাঁড় করালে যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে এই পথদুর্ঘটনাকে কেন্দ্র করে এক জন যুবকের মৃত্যু হয়েছে এই ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমনকি এই দুর্ঘটনায় বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমবাড়ি ফাঁড়ি, রাজগঞ্জ থানা ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া ফুলবাড়ি দমকল কেন্দ্র থেকে দমকল কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পাশাপাশি আমবাড়ির বীরবান এলাকার বাসিন্দা আহত আইয়ুব আলি এবং হামিদার আলিকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির দু’টি আলাদা আলাদা বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই সাথে পুরো বিষয়টি ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here