ব্যুরো নিউজঃ ব্রাজিলঃ ব্রাজিলের উত্তর আমাজনে একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এই বিমানে মোট বারো জন যাত্রী ও দু’জন বিমানকর্মী ছিলেন। ফলে দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন আমেরিকার বাসিন্দা ছিলেন।
সূত্রের খবর, উত্তর আমাজনের রাজধানী মানাউস থেকে চারশো কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। মানাউস থেকে এই বার্সেলোসই বিমানের গন্তব্য ছিল। গন্তব্যস্থলে পৌঁছাতে ৯০ মিনিট সময় লাগে। মূলত, ব্রাজিলে অল্প দূরত্বে যাতায়াতের জন্য ছোট বিমান বা এয়ারট্যাক্সি চলে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিরও ওই পরিষেবা দেওয়ার কথা ছিল।
আমাজনের গভর্নর উইলসন লিমা এই দুর্ঘটনায় এক্স হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর পাশাপাশি এই দুর্ঘটনাটি ঘটলো কিভাবে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বার্সেলোস ব্রাজিলের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। আমাজনের একটি উপনদী রিও নেগ্রোর ধারে এই এলাকায় দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা আসেন।