নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটা থানা এলাকায় একটি সমবায় ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটে গেল। যেখানে ডাকাতদল ব্যাঙ্ক থেকে প্রায় ১২ লক্ষ থেকে ১৩ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে।
অভিযোগ, আচমকাই এক দল ডাকাত ব্যাঙ্কে ঢুকে পড়ে ভল্ট ভেঙে গ্রাহকদের টাকা লুট করে। এমনকি ডাকাতির পর বেরিয়ে যাওয়ার সময় ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক অবধি খুলে নিয়ে যায়। সুতাহাটা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজ না থাকায় ঘটনার তদন্ত করতে অসুবিধার সম্মুখীন হতে হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তবে পুলিশ ব্যাঙ্কের আশপাশের বাড়ি ও দোকানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ডাকাতদলকে চিহ্নিত করার পাশাপাশি তারা কোন রাস্তা থেকে এসেছে তাও জানা চেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি পুরুলিয়ায় স্টেট ব্যাঙ্কের একটি শাখাতেও ডাকাতির চেষ্টা করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here