নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার চাঁচলের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে ব্যাপক ভাঙচুর চালানো হলো। পাশাপাশি খুদে শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে খবর, গত বুধবার সোমা পারভিন প্রসব যন্ত্রণা নিয়ে চাঁচলের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হলে সেদিন রাতেরবেলাই সিজার করার পর একটি কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু বৃহস্পতিবার সকালবেলা থেকে সদ্যোজাতের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
Sponsored Ads
Display Your Ads Here
রোগীর পরিবারের অভিযোগ, “হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির শারীরিক অবস্থার অবনতির কথা পরিবারের কাউকে জানায়নি। এমনকি শিশুটির কোনো চিকিৎসাও হয়নি। এরপর শুক্রবার রাতেরবেলা মারা যায়। ফলে পরদিন সোমার পরিবারের সদস্যরা হাসপাতালে হামলা চালিয়ে একাধিক আসবাবপত্র ভাঙচুর করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবী, “শিশুটির জন্মগত বেশ কিছু ত্রুটি ছিল। চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না।” তবে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখে আসল সত্য জানার চেষ্টা করছেন।
Sponsored Ads
Display Your Ads Here