ব্যুরো নিউজঃ চীনঃ গতকাল রাতেরবেলা ১১টা থেকে শুরু হওয়া রেকর্ড বৃষ্টিতে চীনের হংকংয়ের সাধারণ মানুষ নাজেহাল। এই সময়ের মধ্যে সমগ্র হংকং ভেসে গিয়েছে। এই বৃষ্টির গড় পরিমাণ ছিল ১৫৮.১ মিলিমিটার। আচমকা বন্যা পরিস্থিতি তৈরী হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান-ব্যবসাবাণিজ্য সব বন্ধ রয়েছে। আবার কোথাও ধস নেমে রাস্তা বন্ধ হয়েছে।
ব্যাপক বৃষ্টিতে বহু রাস্তাঘাট, ঘর-বাড়ি, শপিং মল সব ভেসে গিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা অধিকাংশ গাড়িই ডুবে গিয়েছে। শহরের প্রায় প্রতিটি রাস্তার উপর দিয়েই জলের স্রোত বয়ে যাচ্ছে। সমস্ত রাস্তাই যেন নদীতে পরিণত হয়েছে। রাস্তা ও মেট্রো স্টেশনগুলি ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। হংকংয়ের প্রধান দ্বীপ কাউলুন এবং শহরের উত্তর-পূর্ব অঞ্চলও ভেসে গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।
নদীর কাছাকাছি বসবাসকারীদেরও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়া সূত্রে খবর, গতকাল প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তাইওয়ান ও দক্ষিণ চীনের ফুজিয়ান প্রদেশের মধ্যে তৈরী হওয়া নিম্নচাপের কারণেই এই চরম বৃষ্টিপাত হয়েছে বলে জানানো হয়। এছাড়া জানানো হয়েছে, ১৮৮৪ সালের পর থেকে এখানে এরকম তুমুল বৃষ্টিপাত হয়নি।
সরকারী বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘হংকংয়ের শাসকদলের নেতা জন লি ভয়াবহ বন্যা নিয়ে খুব উদ্বিগ্ন। এর পাশাপাশি তৎপরতা সহকারে বন্যা পরিস্থিতির সাথে লড়াই করার চেষ্টা চালানো হচ্ছে।’