নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়ার জগৎবল্লভপুর কালিতলা বাজার এলাকার গোপেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ সিলিং ফ্যান বেঞ্চের উপর খুলে পাখার ব্লেডের আঘাতে আহত হয় ২ জন প্রথম শ্রেণীর ছাত্র।
বিদ্যালয় সূত্রে খবর, এক জন ছাত্রের মাথায় আর অপর জনের চোখ ও মাথায় আঘাত লেগেছে। এই ঘটনার পরই দু’জন ছাত্রকে স্থানীয় জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় অভিভাবকদের একাংশ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন। কারণ ঠিক মতো বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণ হয় না।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার কথা জানাজানি না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি চিকিৎসার খরচ দেওয়ার কথাও জানানো হয়। কিন্তু প্রধান শিক্ষক প্রবীর শেঠ এই ঘটনার কথা অস্বীকার করে জানান, ‘‘হুড়োহুড়ি করতে গিয়ে বেঞ্চ থেকে পড়ে গিয়ে সামান্য আঘাত লেগেছে। সকলেই সুস্থ আছে। পাখা খুলে পড়ে কোনো দুর্ঘটনা ঘটেনি।’’
Sponsored Ads
Display Your Ads Here
জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘ওই বিদ্যালয়ে পাখা খুলে পাখা খুলে পড়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এই ঘটনা কিভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কেউই গুরুতর আহত হয়নি। জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় যাতে যথাযথ ভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here