চয়ন রায়ঃ কলকাতাঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিধায়ক, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই সিদ্ধান্তের বিরোধীতা করে জানান, ‘‘বিধায়কের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন করি না। এক তরফা ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অধিবেশনে ছিলাম না। আমরা ভাতা বৃদ্ধি চাই না।’’
এছাড়া বলেন, ‘‘আমরা চাই মুখ্যমন্ত্রী আশা কর্মী, অস্থায়ী কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, গ্রামীণ পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও ভোকেশনাল শিক্ষকদের প্রত্যেকের সমকাজে সমবেতন ঘোষণা করুন।’’ অর্থাৎ বিধায়ক এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেতন বৃদ্ধির পরিবর্তে ডিএ বা অন্য পেশার কর্মীদের বেতন বৃদ্ধির পক্ষে সওয়াল করেন।
এর পাশাপাশি তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার কর্মসূচীতে যে ৫০০ টাকা করে দেওয়া হয় সেই প্রসঙ্গে বলেন, ‘‘আমরা চাই পাঁচশো টাকা বা হাজার টাকার ভাগাভাগি না করে পশ্চিমবঙ্গের সমস্ত মাতৃসম্প্রদায়কে ২০০০ টাকা করে দেওয়া হোক।’’