পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুর সোনারপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের শিমুলতলার মূল রাস্তার পাশের জলাশয় থেকে উদ্ধার কানে হেডফোন দেওয়া অবস্থায় ১ অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় দোকানদার ওই যুবককে দেখে নরেন্দ্রপুর থানার পুলিশের কাছে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। মৃতের মুখে আঘাতের চিহ্ন থাকলেও এটা খুন না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনাটির তদন্ত শুরু করেছেন। এর পাশাপাশি ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় কাউন্সিলর মোফাজ্জেল হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে যান। এক জন এলাকাবাসীর কথায়, ‘‘প্রতিদিন এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। সামনেই একটি বিদ্যালয় ও বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এলাকায় সমাজবিরোধীদেরও দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় বিষয়টি পুলিশ সহ বিভিন্ন প্রশাসনিক মহলে জানানো হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here