রায়া দাসঃ কলকাতাঃ আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিধায়ক ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন। প্রতি স্তরেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে সরকার। কিন্তু এও বলেছেন যে, ‘‘নিজের বেতন বৃদ্ধি করবেন না।’’
বিধায়ক, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের তিন স্তরে বেতন বৃদ্ধি করা হয়েছে। আগে প্রতি মাসে বিধায়কদের বেতন ১০ হাজার টাকা ছিল। এদিন তা বেড়ে ৫০ হাজার টাকা হয়েছে। আর প্রতিমন্ত্রীরা ১০ হাজার ৯০০ টাকা করে পেতেন। এখন তা বেড়ে ৫০ হাজার ৯০০ টাকা হয়েছে। এছাড়া এতদিন পূর্ণমন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা ছিল। এদিন তা বেড়ে বেতন বাবদ ৫১ হাজার টাকা হয়েছে।
মূলত সরকারের বেতন কাঠামো অনুযায়ী এতদিন রাজ্যের বিধায়কেরা ভাতা ও কমিটির বৈঠকে যোগদানের জন্য মোট ৮১ হাজার টাকা পেতেন। এবার থেকে তা বেড়ে ১ লক্ষ ২১ হাজার টাকা হয়েছে। অন্যদিকে এতদিন রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রতিমন্ত্রী-পূর্ণমন্ত্রীরা ভাতা সহ ইত্যাদি মিলিয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা পেতেন। বর্তমানে যা বৃদ্ধি পেয়ে প্রায় দেড় লক্ষ টাকা দাঁড়িয়েছে।