অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ প্রায়শই মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা ঘটে থাকে। আর আজ ফের সকালবেলার ব্যস্ত সময়ে এক যাত্রী গিরীশ পার্ক স্টেশনে ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা করলে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। এর জেরে মেট্রো যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
মেট্রো রেল সূত্রে জানা গেছে, ওই যাত্রী একটি মেট্রো রেলেরই প্রথম কামরার সফর করছিলেন। কিন্তু ঝাঁপ দেন। তবে এই ঘটনায় ওই মহিলাকে বাঁচানো সম্ভব হয়েছে। এদিকে ঘটনাটির পরই মেট্রোর পাওয়ার ব্লক বন্ধ করে দেওয়া হয়। আর মেট্রোরেলের তরফে ঘোষণা করা হয় যে, অনির্দিষ্ট কালের জন্য টালিগঞ্জগামী সমস্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও ১০টা ১৭ মিনিটে থার্ড রেল পাওয়ার চার্জ হওয়ার পরেই ১০টা ২০ মিনিটে টালিগঞ্জগামী সব মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। এতে যাত্রীরা অনেকটাই স্বস্তি পান।
Sponsored Ads
Display Your Ads Here