রায়া দাসঃ কলকাতাঃ আজ পরিবহণ দপ্তরের সচীব সৌমিত্র মোহন একটি বিজ্ঞপ্তি জারি করে জানান, “এবার থেকে রাজ্য সড়ক অথবা জাতীয় সড়কে টোটো, অটো সহ অনুমোদনহীন কোনো তিন চাকার যানবাহন চালানো যাবে না।”
এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই অবৈধ যানবাহন রাজ্য তথা জাতীয় সড়কে চলাচলের ফলে প্রতিদিন যানজট বাড়তে থাকায় দুর্ঘটনাও বাড়ছে। আর এই দুর্ঘটনা এড়াতেই এই নির্দেশনামা জারি করা হয়েছে। মূলত এই নির্দেশিকাটি জেলাশাসকদের উদ্দেশ্য জারি করা হয়েছে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, এই বিজ্ঞপ্তি হাতে পাওয়া মাত্রই তা কার্যকর করতে হবে। এর জন্য পুরনিগম, পুরসভা ও স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের সাহায্য নিতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here
সাধারণ মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতেই যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা স্থানীয় প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাবাসীকে অবগত করতে বলা হয়েছে। পরিবহণ দপ্তরের একাংশ মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে জিটি রোডের মতো জাতীয় সড়ক অনেকটাই যানজট মুক্ত হবে। কারণ, গত কয়েক বছরে রাজ্যের অন্যান্য জাতীয় সড়কগুলিতে টোটো এবং অটো রিক্সার দাপট বেড়ে যাওয়ায় সহজে যান চলাচল করা সম্ভব হচ্ছিল না। এর জেরে বিষয়টি নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে অভিযোগও জানিয়েছিল। তবে এদিন তা ফলপ্রসূ হলো।
Sponsored Ads
Display Your Ads Here