নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদঃ হায়দ্রাবাদের জগতিয়াল জেলায় নিজের বাড়ি থেকে উদ্ধার ২২ বছর বয়সী এক তরুণীর দেহ। দেহে কিছু ক্ষতচিহ্ন ছিল। ওই তরুণী পেশায় এক জন সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার। এছাড়া ঘর থেকে কয়েকটি মদের বোতল উদ্ধার করা হয়েছে।
সূত্রের খবর, ইদানীং ওই তরুণী বাড়ি থেকে কাজ করছিলে। কিন্তু মঙ্গলবার তার মা-বাবা একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ায় ওই তরুণী বাড়িতে একাই ছিলেন। এদিকে মা-বাবা দুই মেয়েকে ফোনে না পেয়ে প্রতিবেশীদের ফোন করে খোঁজ নিতে বললে প্রতিবেশীরা বাড়িতে এসে দেখেন, ওই তরুণীর নিথর দেহ ঘরের মধ্যে সোফায় পড়ে রয়েছে।
এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে যে, ঘটনার দিন ওই তরুণীর বোন এক যুবকের সাথে ওই বাড়ি থেকে বেরিয়েছিল। এছাড়া বাড়ি থেকে সোনার গহনা সহ নগদ দু’লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে।
পাশাপাশি পুলিশ একটি অডিয়ো মেসেজ হাতে পেয়েছে। যেখানে তার বোন বেঙ্গালুরুতে থাকা ভাইকে জানিয়েছিল যে, ‘দিদি মদ্যপান করে সোফায় ঘুমিয়ে পড়েছে। তাই না জানিয়েই বাড়ি থেকে বেরোতে হলো।’ ফলে এই মৃত্যুর পেছনে তার বোন ও ওই যুবকের কোনো যোগসাজশ রয়েছে কিনা তা জানতে তাদের তল্লাশি চালানো হচ্ছে।