নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল রাতেরবেলা হাওড়ার ডোমজুড়ের ঝালুয়ারবেড় এলাকায় রুমালে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার ১ যুবতীর দেহ। আর মাথার পিছনে অস্ত্রের কোপের দাগ ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, যুবতীর দেহের পাশে একটি ব্যাগ পড়েছিল। সেখান থেকে জানা যায়, মৃতা ২৪ বছর বয়সী অনুশ্রী হাজরা। বাড়ি ডোমজুড়ের সলপ-হাজরা পাড়ায়। এরপর অনুশ্রীর পরিবারের সাথে যোগাযোগ করলে মৃতার পরিবারের সদস্যরা অনুশ্রীর স্বামী চন্দন মাঝির বিরুদ্ধে অনুশ্রীকে খুনের অভিযোগ তোলেন। পাশাপাশি জানান, প্রায় দেড় বছর আগে অনুশ্রী ও চন্দনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে মনোমালিন্য চলছিল।
Sponsored Ads
Display Your Ads Here
অনুশ্রী নাচতে ভালোবাসলেও অনুষ্ঠানে নাচতে বাধা দেওয়া হত। এমনকি একাধিক মারধরও করা হত। ফলে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে ছয় মাস আগে বাপের বাড়িতে চলে যান। তারপর ওষুধ সংস্থার প্রতিনিধির (মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ) চাকরী করত। পাশাপাশি বাচ্চাদের নাচ শেখাত। সম্প্রতি দু’জনের বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। তবে এদিন অনুশ্রী বন্ধুর বাড়ি যাওয়ার নাম করে আর বাড়ি ফেরেনি।
Sponsored Ads
Display Your Ads Here
পরে ঝালুয়ারবেড়ের একটি নির্জন এবং অন্ধকার রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে চন্দনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, চন্দন বিবাহবিচ্ছেদ মামলা তুলে নেওয়ার জন্য স্ত্রীর উপর চাপ দিয়েছিল। ফলে সেই অশান্তির জেরে এই খুন নাকি এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here