মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরের মোচপোল গ্রামের কেরামত আলির বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। কিন্তু এই ঘটনার পর প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও বিস্ফোরণস্থলের এদিক-ওদিক দেহাংশ পড়ে রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা অব্যাহত। এই ঘটনায় মোট মৃত্যু হয়েছে ৭ জনের। সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা। আহতদের পাশাপাশি নিখোঁজ অনেকে।
এদিন কারখানার ঠিক পিছন দিক থেকে একটি মুন্ডুহীন দেহ উদ্ধার হয়েছে। এছাড়া ২০০ মিটার দূর থেকে একটি মাথা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিস্ফোরণের অভিঘাতে উদ্ধার হওয়া দেহটি থেকে মাথা ছিটকে গিয়ে পড়েছে। পাশাপাশি একটি বাড়ির সামনে থেকে হাতের পাঞ্জা উদ্ধার করা হয়েছে। আপাতত পুলিশ ঘটনাস্থল হলুদ ফিতে দিয়ে ঘিরে রেখেছেন। এই ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here