নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ টানা বৃষ্টির জেরে গতকাল গভীর রাতেরবেলা দার্জিলিঙের পাতাবঙের ডান্ডাবাড়িতে ধস নেমে বাড়ি চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ১ জন। মৃতের নাম বাবুলাম রাই। বয়স ৫৯ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি ধসে মাটি ও পাথর চাপা পড়ে বাবুলামবাবুর মৃত্যু হয়। ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন। আজ বিপর্যয় মোকাবিলা বাহিনী খবর পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জেলা মহকুমা কমিটির চেয়ারম্যান জনাব অলোক কান্তামণি থুলুং খবর পেয়ে ঘটনাস্থলে যান।
গত ২৪ ঘণ্টায় পাহাড় ও লাগোয়া সমতলে একটানা বৃষ্টির কারণে জনজীবন অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়ে। প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত কয়েক দিন থেকে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে।