নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলের চার তলার একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ১ জন ছাত্রের ঝুলন্ত দেহ। মৃত কম্পিউটার সায়েন্স ও ডিজাইনের তৃতীয় বর্ষের ছাত্র সৌরভ কুমার। বাড়ি বিহারের ভাগলপুরে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে মৃতদেহ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ শে আগস্ট অর্থাৎ মঙ্গলবার সৌরভকে শেষ বার কলেজ চত্বরে দেখা গিয়েছিল। আর বিগত কয়েক দিন ধরেই মানসিক ভাবে বিপর্যস্ত থাকার কথা জানা যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ সর্ম্পকে স্পষ্ট ভাবে জানা যাবে। এদিকে ছেলের মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Sponsored Ads
Display Your Ads Here