Indian Prime Time
True News only ....

১ যুবককে খুনের অভিযোগ উঠলো প্রেমিকা সহ তার পরিবারের বিরুদ্ধে

- sponsored -

- sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার বৈষ্ণবনগর থানার রামেশ্বরপুর এলাকায় সাউথ কলেজের এক তৃতীয় বর্ষের কলেজপড়ুয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠলো প্রেমিকা সহ তার পরিবারের বিরুদ্ধে। মৃতের নাম চিরঞ্জিৎ মণ্ডল। বয়স ২৪ বছর। বাড়ি বৈষ্ণবনগর থানার মহেশ্বরপুর এলাকায়।

চিরঞ্জিৎয়ের পরিবারের অভিযোগ, ‘‘গত চার বছর ধরে তার সাথে সুজাপুরের বাজারপাড়া এলাকার এক জন যুবতীর সম্পর্ক ছিল। গতকাল রাতেরবেলা ১০টা নাগাদ একটি ফোন আসার পর বাড়ি থেকে বেরিয়েও যায়। অনুমান করা হয়েছে, চিরঞ্জিৎ ওই যুবতীর ফোন পেয়েই বাড়িতে যায়। এদিকে কিছুক্ষণের মধ্যে খবর আসে যে, চিরঞ্জিৎকে খুব মারধর করা হয়েছে। ফলে অসুস্থ হয়ে পড়েছে।

আর দাবী করেছেন যে, তাকে বেধড়ক মারধর করে কীটনাশক খাওয়ানো হয়।’’ এদিকে বন্ধুরা জানায়, ‘‘চিরঞ্জিৎ কোনো ভাবে ওই বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের ফোন করলে বন্ধুরা এসে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তবে সেখানকার চিকিৎসকেরা মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করলে আজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।’’ এই বিষয়ে চিরঞ্জিৎয়ের পরিবারের তরফে ওই যুবতী ও তার পরিবারের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান। 

জেলার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব এই অভিযোগ প্রসঙ্গে জানান, ‘‘এই ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored