চয়ন রায়ঃ কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় এক অভিযুক্তকে আজ দীর্ঘক্ষণ জেরার পর জন্য গ্রেফতার করা হয়। অভিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন ছাত্র জয়দীপ ঘোষ। বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। তবে বিগত কয়েক বছর ধরে বিক্রমগড়ের একটি ভাড়াবাড়িতে থাকে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনার দিন জয়দীপ ফোনে দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে হস্টেলে চলে আসে। এরপর পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেয়। আর এই বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া জানা গিয়েছে যে, হস্টেলের জুনিয়ররা দাদা বলেই জয়দীপের কথা শুনত। তাই জয়দীপ সহ অন্যান্য দাদাদের নির্দেশেই হস্টেলের গেট বন্ধ করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
হস্টেলের গেট বন্ধ করে কর্তব্যরত পুলিশকর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগে জয়দীপের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। আজ রবিবার তাকে আদালতে তোলা হলে বিচারক ২৪ শে আগস্ট অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এর পাশাপাশি গেট বন্ধ করার নেপথ্যে আর কারা ছিল, আপাতত সেই খোঁজ চালানো হচ্ছে।
