চয়ন রায়ঃ কলকাতাঃ আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার আরো তিন জন। এদিন তিন জনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করার পরই গ্রেফতার করা হয়। সব মিলিয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে মোট ১২ জন হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলো পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা শেখ নাসিম আখতার। রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র ও মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা হিমাংশু কর্মকার। গণিতের ছাত্র। এবং উত্তর চব্বিশ পরগণার হরিণঘাটার বাসিন্দা সত্যব্রত রায়। কম্পিউটার সায়েন্সের ছাত্র। উল্লেখ্য, এই সত্যব্রতই ঘটনার দিন ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে ফোন করে জানিয়েছিল, ‘‘হস্টেলে পলিটিসাইজড হচ্ছে। অর্থাৎ হস্টেল থেকে ছাত্রকে ঝাঁপ দিতে বলা হচ্ছে।’’
এদিকে পুলিশ বেশ কয়েক জন প্রথম বর্ষের পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন যে, হস্টেলের প্রাক্তনী ও সিনিয়ররা রোস্টার তৈরী করে তাদের দিয়ে বিভিন্ন কাজ করাতেন। যেমন- তারা প্রথম বর্ষের পড়ুয়াদের দিয়ে শৌচালয় এবং নিজেদের ঘর পরিষ্কার সহ মধ্যাহ্নভোজের জন্য ভাত বেড়ে দেওয়া থেকে ঘুমের সময় মশারি টাঙিয়ে দেওয়ার মতো বিভিন্ন কাজ করাত।