নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার নাকাশিপাড়ার গোবিপুর এলাকায় কংগ্রেস সমর্থকদের বাড়ি ঘিরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন মহিলা ও শিশু সহ প্রায় ১৫ জন। রাজনৈতিক আক্রোশ থেকে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠছে।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতেরবেলা দুষ্কৃতীরা ওই এলাকায় অন্তত পনেরো জন কংগ্রেস সমর্থকের বাড়ি ঘিরে ফেলেছিল। এরপর বাড়িগুলির দিকে বন্দুকের নল তাক করে এলোপাথাড়ি গুলি চালায়। আহতদের মধ্যে তিন জন শিশু ও পাঁচ জন মহিলা আহত রয়েছেন। এদিকে কিছুক্ষণ গুলি চালানোর পর এলাকাবাসীরা তা প্রতিরোধ করতে এগিয়ে আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যান। আর পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে নাকাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আর পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আহতদের অভিযোগ, ‘‘দীর্ঘ দিন থেকে তারা তৃণমূলকে সমর্থন করেছেন। কিন্তু কিছু দিন আগে পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে যোগ দেন। তারপর থেকেই তৃণমূল তাদের উপর ক্ষুব্ধ ছিল। এর জেরে হামলা চালানো হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
জেলার কংগ্রেস সভাপতি অসীম সাহা জানান, ‘‘পঞ্চায়েত নির্বাচনের সময় কংগ্রেসকে সমর্থন করার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গ্রামের অর্ধেক বাড়িতে অবাধে গুলি চালিয়েছে। পুলিশও উপযুক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।’’
অন্য দিকে, জেলার তৃণমূলের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ বলেন, ‘‘গ্রাম্য বিবাদে কিছু সমস্যা হয়েছে। তবে এর সঙ্গে তৃণমূল কোনো ভাবেই যুক্ত নয়।’’ কিন্তু পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।