অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুতে পুলিশের হাতে গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের ২ জন পড়ুয়া। ধৃতরা মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা হস্টেলের আবাসিক সৌরভ চৌধুরীকে গ্রেফতার করে জেরা করার পর মনোতোষ এবং দীপশেখরের নাম জানা গেছে।
এরপরই তাদের জিজ্ঞাসাববাদের জন্য ডেকে পাঠানো হয়। গতকাল কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইমের উপস্থিতিতে রাতভর মনোতোষ ও দীপশেখরকে জেরা করা হয়েছে। তারপর এদিন সকালবেলা গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ বছর বয়সী মনোতোষ হুগলীর আরামবাগের বাসিন্দা। সমাজবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আর ১৯ বছর বয়সী দীপশেখর বাঁকুড়ার বাসিন্দা। অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
মনোতোষ হস্টেলের ১০৪ নম্বর ঘরে থাকত। স্বপ্নদীপ এই মনোতোষের অতিথি হিসাবেই হস্টেলে থাকছিল। স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুন্ডুর অভিযোগে মনোতোষের নামও রয়েছে। কিন্তু এফআইআরে তার নাম ছিল না। তবে পুলিশ জানতে পেরেছেন যে, স্বপ্নদীপের উপর হস্টেলে যে অত্যাচার করা হয়েছিল তাতে মনোতোষ এবং দীপশেখর যুক্ত রয়েছেন।