অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যাদবপুর থানার পুলিশ ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে গ্রেফতার করেছেন। চন্দ্রকণার বাসিন্দা সৌরভ ২০২২ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেছে।
.
স্বপ্নদীপের বাবা রমাপ্রসাদ কুণ্ডু সৌরভের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। রমাপ্রসাদবাবু জানান, “গত ৩ রা আগস্ট সৌরভের সাথে এই বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি চায়ের দোকানে আলাপ হয়েছিল। প্রথমে স্বপ্নদীপ হস্টেলে থাকার সুযোগ পায়নি। আর সৌরভ মেস কমিটির এক জন হওয়ায় স্বপ্নদীপকে গেস্ট হয়ে থাকার ব্যবস্থা করে দেয়।
পাশাপাশি তাকে মেন হস্টেলে মনোতোষ নামে এক জন ছাত্রের সাথে আলাপ করিয়ে দেওয়া হয়। মনোতোষ ১০৪ নম্বর রুমে থাকে। আর স্বপ্নদীপকে ৬৮ নম্বর রুমে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। ওই ঘরে কল্লোল ঘোষ নামে দ্বিতীয় বর্ষের এক জন ছাত্র রুমমেট ছিল।”
পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামেন। এরপর আজ সৌরভকে আটক করা হয়। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই প্রাক্তন ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।”