অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ যাদবপুরের পড়ুয়ার মৃত্যুতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। স্বপ্নদীপ কুণ্ডুর মামা অরূপ কুণ্ডু জানান, ‘‘গতকাল রাতেরবেলা স্বপ্নদীপ কুণ্ডু মাকে ফোন করে জানিয়েছিল, ‘‘মা ভালো নেই। খুব ভয় করছে। তুমি শীঘ্র এসো। তোমার সাথে অনেক কথা রয়েছে। এরপর ফোন কেটে যায়। তারপর তার মা ফোন করলেও রিং বেজে যায়। কিন্তু আর ফোন ধরেনি।’’
এরপর অভিভাবকের কাছে ফোন আসে, স্বপ্নদীপ পড়ে গিয়েছে। অরূপবাবু জানান, ‘‘স্বপ্নদীপ হস্টেলে নিজের ঘর পায়নি। অন্য এক জন বন্ধুর ঘরে থাকছিল। ও আত্মহত্যা করেনি। যে ভালো ছেলে, হঠাৎ সে মারা যায় কিভাবে? ও পাগল নয়। এদিকে চিকিৎসকও একটি কাগজে সই করালেন। তাতে লেখা, ‘স্বপ্নদীপের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।’
Sponsored Ads
Display Your Ads Here
র্যাগিং অবশ্যই হয়েছে। র্যাগিং না হলে কি করে হয়?’’ তার একান্ত আবেদন, ‘‘আমাদের বাচ্চা চলে গেল, আর কোনো বাচ্চার মায়ের কোল যাতে খালি না হয়!’’
Sponsored Ads
Display Your Ads Here
অরূপবাবু এই ঘটনায় যাদবপুর থানায় এফআইআর দায়ের করেন। পাশাপাশি র্যাগিংয়ের অভিযোগও করেছেন। বিশ্ববিদ্যালয়েও অভিযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানায় অভিযোগ করেছেন। আর এই ঘটনার তদন্তে নিজস্ব কমিটি গঠন করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here