অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের ‘এ’ ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ১৮ বছর বয়সী স্বপ্নদীপ কুন্ডু নামে ১ ছাত্রের। স্বপ্নদীপ বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। বাড়ি নদীয়ার হাঁসখালির বগুলা এলাকায়। রবিবার থেকে হস্টেলে থাকতে এসেছিল। আর সোমবার থেকে বাংলা বিভাগের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছিল।
হস্টেলের পড়ুয়াদের দাবী, ‘‘গতকাল রাতেরবেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে এসে দেখে, স্বপ্নদীপ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপর তাকে উদ্ধার করে নিকটবর্তী এক বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। আজ ভোরবেলা ৪ টে ৩০ মিনিট নাগাদ মৃত্যু হয়।’’
বাংলা বিভাগের শিক্ষক রাজ্যেশ্বর সিন্হার কথায়, ‘‘এই মৃত্যু মর্মান্তিক। র্যাগিং হিসাবে বিষয়টিকে ধরে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অবিলম্বে এফআইআর করা উচিত। স্বপ্নদীপ নিজে ভালোবেসে বাংলা পড়তে এসেছিল। পড়তেও ভালো লাগছিল। আর এই কথা বাবাকে নিজেই জানিয়েছে। এরপর এই ঘটনা ঘটল কি করে?’’
অন্যদিকে অধ্যাপক কুণাল চট্টোপাধ্যায় নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘‘একটি প্রথম বর্ষের ছাত্র র্যাগিংয়ের শিকার হয়ে একটু আগে মারা গেছে। আমার মনে পড়ে, র্যাগিং সত্যিই ‘র্যাগিং’ কি না, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে ঠিক করতে হবে, এই কথা বলে প্যামফ্লেট প্রকাশ করে ওই সব কাজের ন্যায্যতা প্রমাণ করতে চাওয়া হয়েছিল।
মৃত্যুর পর অনেকেই নিজেদের গা বাঁচানোর চেষ্টা করবে।…’’ আর আচমকা এই মর্মান্তিক ঘটনা ঘটায় রহস্য ঘনিয়ে উঠেছে। তবে সত্যি কি এই মৃত্যুর নেপথ্যে র্যাগিংয়ের কারণ রয়েছে!! যদিও ইতিমধ্যে পুলিশ খবর পেয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।