নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ আইআইটি হায়দ্রাবাদে ভর্তি হওয়ার ১২ দিনের মাথায় শিক্ষাপ্রতিষ্ঠানের হস্টেলের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো ১ ছাত্রীর দেহ। মৃত ছাত্রী ২১ বছর বয়সী মমিতা নায়েক। বাড়ি ওড়িশার সুবর্ণপুর জেলার ডুমুরি গ্রামে।
জানা গিয়েছে, গত ২৬ শে জুলাই মমিতা এই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল। সোমবার সন্ধ্যাবেলা সহপাঠীরা তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয়। পাশাপাশি ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা ছিল, ‘মানসিক চাপ সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ নেওয়া হয়েছে।’
তবে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ একে আত্মহত্যার ঘটনা বললেও মমিতার পরিবারের সদস্যরা তা মানতে চাননি। মমিতার পরিবারের সদস্যদের দাবী, ‘‘ও পড়াশোনায় খুব ভালো ছিল। তা নিয়ে কোনো রকম চাপও ছিল না। আর আর্থিক কোনো সমস্যাও নেই। ও র্যাগিংয়ের শিকার। ক্যাম্পাসে র্যাগিংয়ের পর খুন করা হয়েছে।।’’
এই ঘটনায় তারা তেলঙ্গানার সাগররেড্ডি (গ্রামীণ) থানায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।