অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা ৭টা ৩০ মিনিট নাগাদ কলকাতার রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন আতঙ্কে যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মেট্রো আধিকারিক সূত্রে খবর, এদিন মেট্রো স্টেশনের উপরের রিজার্ভেশন অফিসের কুলিং টাওয়ারে আগুন লাগে। আর চারদিকে কালো ধোঁয়ায় ভরে যায়। দমকল কর্মীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। তবে মেট্রো স্বাভাবিক ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
দমকল কর্মীরা প্রাথমিক ভাবে মনে করেছেন যে, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন লাগে। ফলে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র দলা পাকিয়ে গিয়েছে। পরে সেই ধোঁয়া মেট্রো সুড়ঙ্গপথে ছড়িয়ে যায়। এই অগ্নিকাণ্ডের জেরে অফিসের ভিতরের দোতলায় আগুন লাগলেও তিন তলায় ওই ধোঁয়া ছড়িয়ে পড়ে। যদিও ধোঁয়া বার করার জন্য অফিসের জানলা ভাঙা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক’ কৌশিক মিত্র জানান, ‘‘যাত্রীরা সকলে সুরক্ষিত। যাত্রী পরিষেবার সাথে এর কোনো সম্পর্ক নেই। রিজার্ভেশন অফিসের উপরে থাকা কুলিং টাওয়ার থেকে আগুন লেগেছে। ওই ধোঁয়া মেট্রো স্টেশন চত্বরে দেখা যায়। যাত্রীদের অনুরোধ করা হয়েছে তারা যেন আতঙ্কিত না হন।’’
Sponsored Ads
Display Your Ads Here
রেলের এক জন আধিকারিক বলেন ‘‘প্রথমে এই আগুন স্টেশনে উপস্থিত আরপিএফ কর্মীদের নজরে আসে। তাই তাদের তৎপরতায় আগুন ছড়াতে পারেনি।’’