নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ আজ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের রোড শো চলাকালীন বিজেপির কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তার পাশের একটি মঞ্চ ভেঙে পড়ল। আর এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
সূত্রের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, সামনেই বিধানসভা ভোট। তাই শিবরাজ সিংহ চৌহান বিভিন্ন জেলায় ভোট প্রচারে যাচ্ছেন। এদিন বিজেপির তরফ থেকে নিমাচে জেলার মানসা শহরে মুখ্যমন্ত্রীর একটি রোড শোয়ের আয়োজন করা হয়েছিল। যেখানে শিবরাজ সিংহ চৌহানকে স্বাগত জানানোর জন্য রাস্তার ধারে বেশ কয়েকটি মঞ্চ বানানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন শিবরাজ সিংহ চৌহান হুডখোলা গাড়িতে একটি মঞ্চের কাছে আসতেই তাঁকে কর্মী-সমর্থকেরা ফুল ও পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকেন। এদিকে শিবরাজ সিংহ চৌহানকে ঘিরে কয়েকশো কর্মী-সমর্থকও উপস্থিত ছিল। আর ভিড় সামলাতে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু আচমকা ওই মঞ্চে প্রায় পঞ্চাশ জন কর্মী-সমর্থক স্বাগত জানানোর জন্য উঠে পড়লে মঞ্চ এত সংখ্যক কর্মীর ভার নিতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। আপাতত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here