নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের দাদর স্টেশনের কাছে বেঙ্গালুরু-মুম্বই উদয়ন এক্সপ্রেসে লুটপাট ও শ্লীলতাহানিতে বাধা পাওয়ায় এক মহিলাকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো।
সূত্রের খবর, ওই মহিলা উদয়ন এক্সপ্রেসের অসংরক্ষিত মহিলা কামরায় চড়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) যাচ্ছিলেন। কামরায় খুব বেশী যাত্রীও ছিলেন না। রাত ৮ টা ৩০ মিনিট নাগাদ কামরায় এক জন ব্যক্তি উঠে দরজার কাছে বসা ওই মহিলার কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নেন। এরপর বাধা দেওয়ায় শ্লীলতাহানি করা হয়। কিন্তু এতেও সুবিধা করতে না পেরে ওই মহিলাকে চলন্ত ট্রেনের দরজা দিয়ে ধাক্কা দিয়ে বাইরে ঠেলে ফেলে দেন।
ওই মুহূর্তে ট্রেন দাদর স্টেশন ছেড়ে সিএসএমটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। গতকাল তিনি জিআরপির কাছে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামেন। আর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছেন।