নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ শনিবার রাতেরবেলা শিফং প্যাসেঞ্জার ট্রেনে এক মহিলা যাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার দুই জন অভিযুক্ত।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ওই মহিলা দু’বছর বয়সী শিশু সন্তানকে নিয়ে আসামে এক জন আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলেন। আর ফকিড়াগ্রাম স্টেশনে ওই মহিলা ও তার শিশু সহ দুই জন অভিযুক্ত বাদে সেই কামরায় থাকা বাকি সব যাত্রী নেমে পড়েন। এই সুযোগে শ্রীরামপুর স্টেশন পার করার পরে অভিযুক্তরা ওই মহিলাকে ধর্ষণ করে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর ট্রেনটি লামডিং থেকে আলিপুরদুয়ার জংশন স্টেশনে পৌঁছালে ওই মহিলার আর্তনাদে পুলিশ ছুটে যান। তারপর শিশু সহ ওই নির্যাতিতাকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করা হয়। রেল পুলিশ জানান, “অভিযুক্তরা কোকরাঝাড়ের বাসিন্দা। গতকাল তাদের আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।”
Sponsored Ads
Display Your Ads Here
ঘটনাচক্রে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের ৫০৮টি স্টেশনের সাথে আলিপুরদুয়ার বিভাগের পনেরোটি স্টেশনেও আধুনিকীকরণের কাজের সূচনা হয়। ফলে তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানান, “প্রধানমন্ত্রীর স্টেশনের সৌন্দর্য নিয়ে না ভেবে ট্রেন যাত্রীদের নিরাপত্তার কথা আগে ভাবা উচিত। কোনো মহিলার একা ট্রেনে যাত্রা করাই যেন এখন বিপদের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। ট্রেনে তো যাত্রী সুরক্ষা নেই-ই, মহিলাদেরও নিরাপত্তা নেই।
Sponsored Ads
Display Your Ads Here
যাত্রী সুরক্ষায় আরপিএফেরও ভূমিকা সেভাবে দেখা যাচ্ছে না।” অন্যদিকে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা পাল্টা বলেন, “রেলে যাত্রী সুরক্ষায় আরপিএফ যথেষ্ট সজাগ। এর মধ্যেও কখনো কখনো দুর্ভাগ্যজনক কিছু ঘটনা ঘটে যায়। যা আমরা সমর্থন করি না। এক্ষেত্রে অভিযুক্ত দু’জনই গ্রেফতার হয়েছে। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই।”