নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ এবার উত্তরপ্রদেশের বারাবাঁকিতে গোরক্ষপুর থেকে লখনউগামী বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হলো। এই ঘটনার জেরে ট্রেনটির একটি বগির কাচে ফাটল ধরে। তাই সাময়িকের জন্য বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে।
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের উদ্বোধন করেন। আর এই উদ্বোধনী অনুষ্ঠান চলার সময়েই পাথর ছোঁড়ার ঘটনাটি ঘটায় রেল কর্তৃপক্ষকে অস্বস্তির মুখোমুখি পড়তে হয়। ফলে বারাবাঁকির রেল পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেন।
আর সরকারী সম্পত্তি নষ্ট করার দায় সহ জনগণের জীবনকে বিপদে ফেলার অপরাধে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। উল্লেখ্য, বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার দেশের সেমি হাইস্পিড এই ট্রেনটির উপর আক্রমণ হয়েছে। এই আক্রমণের কারণে রেল কর্তৃপক্ষের প্রায় ৫৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।