মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ রেললাইনে ধস নেমে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় নিত্য যাত্রীরা ব্যাপক দুর্ভোগের শিকার হয়েছেন। দীর্ঘক্ষণ শিয়ালদহ মেন, বনগাঁ ও হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল অস্বাভাবিক হয়। গতকাল থেকে একটানা বৃষ্টি হওয়ার জন্য আলগা মাটির স্তর সরে গিয়ে ধস নেমেছে বলে মনে করা হচ্ছে।
আজ ভোরবেলা ৫টা ৪৫ মিনিট নাগাদ শিয়ালদহ এবং বিধাননগর রোড স্টেশনের মাঝে তিন নম্বর লাইনে কাঁকুড়গাছি কেবিনের কাছে রেললাইনের একাংশ বসে যায়। ফলে সকালবেলা থেকে পাঁচটি লোকাল ট্রেন বাতিল করা হয়। আপ ট্রেনগুলিকে মেন লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। ফলে আপ লাইনে ট্রেন না আসায় ডাউন লাইনে একের পর এক ট্রেন বাতিল করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর যে ট্রেনগুলি চলছে, সেগুলিও নির্ধারিত সময়ের অনেক পরে আসছে বলে অভিযোগ ওঠে। রেল সূত্রে জানানো হয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। রেলের রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মীরা ঘটনাস্থলেও যান। লাইনের নীচু হয়ে যাওয়া অংশ বোজানোর জন্য পাথরকুচি নিয়ে যাওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here