মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার বসিরহাট মহকুমার টাকি পুরসভার টাকি ষষ্ঠীচরণ নীলমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ের গবেষণাগারে অ্যামোনিয়া রাখা জার ফেটে গুরুতর অসুস্থ হলেন শিক্ষক সহ কমপক্ষে ১০ জন ছাত্রী এই ঘটনাকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন অর্ণব গুহ দাস নামে এক শিক্ষক দ্বাদশ শ্রেণীর কয়েক জন ছাত্রীকে নিয়ে বিদ্যালয়ের ল্যাবরেটরি ঘরের তালা খুলে ঢুকে ক্লাস করাচ্ছিলেন। ছাত্রীরা হাতে-কলমে পরীক্ষা-নিরীক্ষা শিখছিল। ওই সময় অ্যামোনিয়া গ্যাস রাখা একটি জার ফেটে যায়। আর বিকট শব্দ শুনে অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা ও পড়ুয়ারা ছুটে আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর অসুস্থ শিক্ষক এবং ছাত্রীদের উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘ দিন ধরে ওই গবেষণাগারটি বন্ধ ছিল। কিন্তু অ্যামোনিয়া রাখা পাত্রে বিস্ফোরণ ঘটলো কিভাবে তা এখনো অবধি স্পষ্ট ভবে জানা যায়নি। এই ঘটনার পর অসুস্থ ছাত্রীদের অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here