Indian Prime Time
True News only ....

এবার কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠলো নুসরতের বিরুদ্ধে

- sponsored -

- sponsored -

- Slide Ad -

চয়ন রায়ঃ কলকাতাঃ অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে গতকাল ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

অভিযোগ, নুসরত জাহান ও রাকেশ সিংহ নামে এক ব্যক্তি গড়িয়াহাট রোডের একটি সংস্থায় যৌথ ডিরেক্টর পদে আছেন। ২০১৪ সালে ওই সংস্থা ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা নিয়ে রাজারহাটে হিডকোর দপ্তরের কাছে প্রত্যেককে ৩ কামরার ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখনো কেউ ফ্ল্যাট পাননি।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ইতিমধ্যে শঙ্কুদেব ইডির কাছে সমস্ত নথিপত্র জমা দিয়ে এসেছেন। আর প্রতারিতেরা গড়িয়াহাট থানায় এফআইআরও দায়ের করেছেন। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবী করেন, ‘‘বিরাট দুর্নীতি! নুসরত জাহান প্রবীণ মানুষদের টাকা নিয়ে ওই টাকাতেই ফ্ল্যাট কিনছেন সেই ফ্ল্যাটের দাম এক কোটি ৫৫ লক্ষ টাকা।’’

নুসরত জাহান এই প্রসঙ্গে এখনই কিছু বলতে চান না বলে জানা গিয়েছে। তবে শঙ্কুদেব জানান, ‘‘ইডি নিষ্ক্রিয় থাকলে তাদের বিরুদ্ধেও মামলা করা হবে। অবিলম্বে নুসরত জাহানকে গ্রেফতার করার দাবী জানানো হয়েছে।’’
কিন্তু তৃণমূল নেতৃত্ব এই অভিযো উড়িয়ে দিয়েছেন। রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন এই বিষয়ে বলেন, ‘‘ইডি কি আদৌ নিরপেক্ষ? ইডি বা সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। বিরোধী শাসিত রাজ্যগুলিতে ইডি এবং সিবিআইকে ব্যবহার করা হচ্ছে।’’ 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored